দুহাজার বছর আগের পুরনো মানুষ এসে লোকালয়ে ভীতি ছড়ালো। রানার তার পেছন পেছন এসে হাজির হলো ডেরায়। ফাঁদে পা দিয়ে বুঝলো আজারথ কি জিনিস! কিন্তু রানারের ছেলে গতিবালক এ কি করলো? ডার্ক ইউনিভার্স থেকে এক পরজীবী এসে তাকে হোস্ট বানিয়ে মেরে ফেললো দু হাজার বছরের পুরনো মানুষ আজারথকে। ওদিকে পরজীবীকে খুঁজতে এসে গতিবালককে কিডন্যাপ করে নিয়ে গেলো ডার্ক ইউনিভার্সের ডার্ক রানার। রানার বুঝলো তার ছেলেকে পেতে হলে এমন রাস্তায় নামতে হব্ব যার কোনো শেষ নেই। কিন্তু কিভাবে?