শাহনাজ হেনা একজন নতুন লেখিকা, কিন্ত তার কবিতাগুলো প্রকৃতির প্রেম, কখনও ভালোবাসার শ্বাশত প্রেম, কখনও নিজের কথা চমৎকার ফুটে উঠেছে, তাঁকে কি নামে ডাকব-মায়াবী, দেশ দরদী নাকি বিদ্রোহী, সবগুলোই যায়। যখন যে কবিতা পড়া হয় তখন তিনি সেই রূপ ধারণ করেন। কলম থামলে চলবে না, চলতে থাকবে আরও বর্ধিত কলবরে, আমি আশাবাদী ভবিষ্যতে তিনি সমাজকে সাহিত্যের অনেক ধারা উপহার দিবেন। আমি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।