শুভ্র অনুভব করে একটা কোমল হাত আলতো স্পর্শে ওর মাথাটা কোলে তুলে নেয়। অনেক কষ্টে ধীরে ধীরে চোখ খোলে শুভ্র। দেখতে পায় জ্যোতিকে। জ্যোতি শুভ্রর কানের কাছে মুখটা নামিয়ে আনে। বলে, “শুভ্র, শুনতে পারছ? শুভ্র, কথা বল। এই শুভ্র, আজ কেন কোনো কথা বলছ না? আজ আমাকে জ্বালাবে না? আজ আমায় তোমার আজগুবি স্বপ্নের কথা বলবেনা? তুমি না আমায় কিছু বলতে চেয়েছিলে? আমি জানি তুমি কি বলতে চেয়েছিলে। শুভ্র, না বলা কথাটা কি এটাই; ভালবাসি তোমায়।
Valo
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর হয়েছে গল্প 🥰🥰
অনেক সুন্দর হয়েছে 💝
ভালো লাগলো। তবে শেষ টা........😢
এখানে নীল আর আমার লাল, দুটোই বিচ্ছেদ 😄💔🥀
অনেক সুন্দর