মোহনের মা আর দিলরুবার মামা-মামি নিচে থাকেন। ওরা দুজন অধ্যক্ষের রুমের কাছাকাছি গিয়ে দেখে সব পরীক্ষার্থী ওখানে জড়ো হয়েছে। মোহন ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেড়টা বেজেছে। অধ্যক্ষের রুম থেকে কেউ একজন বেরিয়ে ঘোষণা দিল-প্রথমে অ্যাকাউন্টিং বিষয়ের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বাকিরা ওই লম্বা করিডরে অপেক্ষা করুন। অ্যাকাউন্টিং বিষয় শেষ হলে ইতিহাস বিষয়ের পরীক্ষার্থীরা এখানে আসবেন।