একটা মেয়ে যখন নিজেকে চিনতে শুরু করে, তদ্দিনে তার চারপাশের অনেকগুলো দেয়াল, ঝাপসা দৃষ্টিসীমা। এ বয়সের বন্ধুত্বও তাই এমন, আলাদা। এ গল্প তার, আর আমার। এ গল্প আপনারও।
আসলে এই যুদ্ধটা সবার একার কেউ কারোটা হয়তো বুঝতে পারে অথবা বুঝতে পারেও না।
Read all reviews on the Boitoi app
আমি কেন জানি প্রথমেই ধরে ফেলেছিলাম এইটা কথা আপু 🥰