বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই তাসরীন মুখোমুখি হয় সম্পূর্ণ অপরিচিত ও অচেনা এক রহস্যময় মানবী অর্পার। ঝলমলে গ্লামার গার্ল অর্পার বিপরীতে এক সাদাসিধে তাসরীন। দু’জনের মাঝে বন্ধুত্ব হওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বিশ্ববিদ্যালয় এক আজব জায়গা। এখানে এসে এসির নিচে আঠারো বছর ঘুমিয়ে আসা ছেলে মেয়েগুলোও হলের ভ্যাপসা গরমে ছোটো ছোটো বেডগুলো শেয়ার করা শিখে যায়, অভ্যস্ত হয় ডাল আলু ভর্তার রেসিপিতেও। কিন্তু অর্পা? এই মেয়েটি এক টুকরো অন্ধকার ও আলোর সংমিশ্রণ। কিন্তু অন্ধকারটা ঠিক ওকে মানায় না। তবুও সেই অন্ধকারেই সে হাবুডুবু খেতে থাকে। শরীরভরা উচ্ছ্বল যৌবনে চোখ যায় শকুনেরও। অর্পার খেই হারানো দিনগুলোয় আর দশটা সাধারণ মেয়ের একজন তাসরীন কি তবে তাকে অন্ধকারেই ঠেলে দেয়? নাকি সেই অন্ধকার থেকেই সূচিত হয় নতুন আলোর দিন? এই গল্পটি অন্ধকার ও আলোর, সুদিন ও দুর্দিনের, আশা ও হতাশার, বন্ধুত্ব ও ভালোবাসার। সর্বোপরি গল্পটি একজন অ্যালকোহলিকের। কে সেই অ্যালকোহলিক?
মূল পল্ট ভালো ছিলো। তবে লেখিকার লেখা খুব স্লো লেগেছে।
Read all reviews on the Boitoi app
অসাধারণ গল্প। একজন মানুষ যে খারাপ জায়গা থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে সে যে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তারই প্রমাণ এটা। অনেক ধন্যবাদ এরকম একটা গল্পের বই উপহার দেওয়ার জন্য।
সুন্দর 💝