একুশ রকমের একুশটি গল্প নিয়ে এই বই। বাংলা লোকগল্পকে যেমন পুনর্কথন করা হয়েছে, তেমনি ভিনদেশি লোকগল্পকেও। রূপকথার পুনর্পাঠের পাশাপাশি ইতিহাস-আশ্রিত এবং তথ্যনির্ভর গল্পও যোগ হয়েছে। কিশোরদের জ্ঞান-আহরণ ও সৃজনশীল মনোবৃত্তিকে শাণিত করতে গল্পগুলো তাদের অনুপ্রাণিত করবে।