জীবন বোধের তীক্ষ্ণ খোঁচায় বোবায় পেল ভাষা শেষ বিকেলের মৃদু আলোয় তাইতো লিখতে আসা। ছন্দ কাব্যে ক্ষুদ্র প্রয়াস সোজা কথায় বলা মিল যদি পাও হে সারথি মেলাও সুরে গলা। মহাকালের বিচারে জীবন ক্ষুদ্র হলেও এক জীবনে জমে যায় অনেক অভিজ্ঞতা। যুক্ত হয় নতুন কিছু বোধ; জীবন দর্শন ও নিজস্ব ভাবনা। সেগুলোকে সহজ ছন্দে লিখে ফেলার কাজটা সহজ নয়। কিন্ত বলা গেলে অনেকটাই বলা হয়ে যায়। সেই বলে যাবার প্রয়াস উঠে এসেছে এই কাব্যগ্রন্থে। যাপন করে আসা জীবনের অনুভূতি, ভালোবাসা, আর্তনাদ, কোথাও বা প্রতিবাদ।