পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে না-কি সূর্য ঘুরছে? এই প্রশ্নের পেছনে অনেকে ঘুরেছে। আমরা এইখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে ঘুরছি। কেউ ঘুরছে টাকার পেছেনে, কেউ কাজের পেছনে, আর কেউ কেনও ঘুরছে তা আজানা। এই ঘুরা-ঘুরির মধ্যেই বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিদিন আমরা কিছু না কিছুর পেছনে ঘুরছি। এই ঘুরাঘুরির মধ্যে লুকিয়ে থাকে সফলতা, জন্ম, মৃত্যু। তা আপনি কিসের পেছনে ছুটছেন?