এই বইটি নাস্তিকতা আর আস্তিকতার স্রষ্টায় বিশ্বাসী আর অবিশ্বাসীদের নিয়ে কাহিনী। স্রষ্টা আছেন কি নেই, কে তিনি, কি পারেন তিনি এসব নিয়ে আস্তিক নাস্তিকদের দ্বন্দ্ব লেগেই থাকে। উপন্যাসের প্রধান নায়িকা চরিত্র আলো, যে কিনা নাস্তিক, স্রষ্টাকে তার বিশ্বাস হয় না, তবে সে প্রকৃতিকে বিশ্বাস করে। আর প্রধান নায়ক চরিত্র লাবীব, সে শুধু আস্তিকই নয়, ধার্মিক ও নিষ্ঠার সাথে ধর্ম পালন করে। কিন্তু সবকিছুর পরেও এক করুণ পরিণতি দিয়ে শেষ হয় উপন্যাস, জানতে হলে পড়তে হবে বইটি।