লেখক উপন্যাসে শব্দের বিনির্মাণে লোকজ-জীবনে মানুষের স্থির চিত্র এবং অভাব অনটনে ছেলে সন্তানের অন্ন সংগ্রহ ও পরিমিত খাবারের খোঁজে এক দম্পতির যে দৈন্যদশা তা এতো বাস্তবিকভাবে তলে ধরা হয়েছে এই উপন্যাসে। কিন্ত তার অবারিত ঘটনাবহুল বাঙালী সমাজের সংস্কৃতিতে প্রতিমুহূর্তে এমনটা দৃশ্যমান! আসলে বইয়ের গভীরে মনোনিবেশ করলে ধনতান্ত্রিক সমাজ ও দিনমজুর সমাজের যে জীবনচরিত তা নিজের কাছে আবেগঘন করে দেয়!