গ্রামে ফিরেই একটি দুঃসংবাদ শুনতে পেলো জারিফ।ছোটবেলার বন্ধু পানিতে ডুবে মরেছে।সামাজিক পদমর্যাদার আড়ালে যাদের থেকে দূরে চলে গিয়েছিল জারিফ।তার ভেতরে শোকের লেশমাত্র হলো কীনা সন্দেহ।অথচ সে জানতো না জলিলের মৃত্যুর সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে। জলিল মাত্র চার মাস পূর্বেই নতুন বউকে ঘরে তুলেছিলো।হঠাৎ আকস্মিক ভাবে পুকুরে ডুবে তার মৃত্যু হলো।যে সময়ে তার নতুন স্ত্রী বিধবা হলো তখন সবেমাত্র দেশ মুক্তিযুদ্ধের ঝড় সামলে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে।এমন অবস্থায় ত্রয়োদর্শী বিধবা মেয়েটির জীবনে জারিফের পিতা-মাতা যে আশীর্বাদ হয়ে এসেছে।তবে সাহিরার মনে ভয় ঢুকলো তখন যখন সে জানতে পারলো জারিফ তাকে ভালোবাসে।এই অনুভূতিটি নিঃস্ব সাহিরাকে আরো কাঙাল করে তুলবে।নাকী নতুন জীবনের দ্বার উন্মোচিত করে দিবে?
"পুরো উপন্যাস জুড়ে ক্ল্যাসিক্যাল একটা ভাব পেয়েছি।আর ক্ল্যাসিক্যাল মানেই পড়ার আগ্রহ দশ-গুণ বাড়িয়ে দেয়।সহজ-সরল অথচ আড়ম্বরপূর্ণ একটা প্লট।যতদূর ভাবতাম লেখিকা আপু থ্রিলার লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।অথচ ক্ল্যাসিক্যাল টাইপের এই লিখাগুলোও আপু ভালো লিখেন,আপু হয়তো নিজেও জানেন না সেটা। টু বি অনেস্ট,আমার দারুণ লেগেছে।তবে ছোট খাটো কিছু ভুল ছিলো বানানে।আশা রাখছি পরবর্তীতে সে বিষয়ে একটু সতর্ক হবেন।এই ধরনের উপন্যাস যেমন সুখপাঠ্য,তেমনি মনে প্রশান্তিও দেয়। প্লট রেটিংস-১০/১০ পার্সোনাল রেটিংস-৯.৫/১০"
দারুণ একটা প্লটের গল্প পড়লাম। এই প্রথম সামিয়া আপুর কোনো লেখা পড়লাম।অসাধারণ লেখনী তোমার।জারিফ - সাহিরা কে ভালো লেগেছে।দারণ জুটি
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর ইউনিক একটা গল্প পড়লাম। গল্পটা খুব সুন্দর লেগেছে। গল্পের প্রতিটি শব্দ খুব পরিপাটি করে লেখা। গ্রাম এর মানুষের এতো ভালো মানসিকতা দেখে খুব খুব ভালো লাগলো।
অসাধারণ!
ভালো লেগেছে
দারুণ একটি ইউনিক প্লট। এতো সুন্দর গোছানো লেখা। মনে হচ্ছিল ইশশ এত জলদি শেষ হয়ে গেল কেন! সর্বোপরি ৯.৮/১০ দেব।
ক্ল্যাসিকাল গল্প বা উপন্যাস পড়তে বেশি ভালো না আমার, তবে প্রিয়া আপুর লেখা বলে বইটি পড়লাম। আপুর অন্য গল্প বা উপন্যাস গুলোর মতো এই উপন্যাসটিও আমাকে শেষ পর্যন্ত হতাশ করেনি। প্রথমে পড়তে ২ দিন লাগবে ভেবেছিলাম তবে আজকে একবারেই পড়ে শেষ করেছি উপন্যাসটি। পড়তে পড়তে এতো ডুবে গিয়েছিলাম যে সময়ের খেয়ালও ছিলো না। এক পরিচ্ছেদের পরের পরিচ্ছদে কি হবে? শেষে কি হবে? এই করতে করতে পড়া শেষ। একটা কথা মানতেই হবে প্লটটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এক মুহুর্তেও বোরিং মনে হবে না। বানান ভুল প্রায় সবারই হয় সেটা বাদ দেয়াই যায়, কারণ তাতে পড়ায় তেমন কোনো বিঘ্ন ঘটে না। পারসোনাল রেটিং - ৯.৭/১০
পুরো উপন্যাস জুড়ে ক্ল্যাসিক্যাল একটা ভাব পেয়েছি।আর ক্ল্যাসিক্যাল মানেই পড়ার আগ্রহ দশ-গুণ বাড়িয়ে দেয়।সহজ-সরল অথচ আড়ম্বরপূর্ণ একটা প্লট।যতদূর ভাবতাম লেখিকা আপু থ্রিলার লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।অথচ ক্ল্যাসিক্যাল টাইপের এই লিখাগুলোও আপু ভালো লিখেন,আপু হয়তো নিজেও জানেন না সেটা। টু বি অনেস্ট,আমার দারুণ লেগেছে।তবে ছোট খাটো কিছু ভুল ছিলো বানানে।আশা রাখছি পরবর্তীতে সে বিষয়ে একটু সতর্ক হবেন।এই ধরনের উপন্যাস যেমন সুখপাঠ্য,তেমনি মনে প্রশান্তিও দেয়। প্লট রেটিংস-১০/১০ পার্সোনাল রেটিংস-৯.৫/১০