উপন্যাসের শুরু ভৌতিক আবহ দিয়ে। ধনকুবের কন্যা অবর্তীর গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের পর গাজিপুরের রহস্যময় বিশাল রাজপ্রাসাদের মতাে শ্বশুরবাড়িতে কাটানাে সময়গুলাে জন্ম দেয় বিরাট রহস্যের। অবন্তী প্রতিনিয়ত নানা ঘটনার সম্মুখিন হয় যেগুলাের কোনাে ব্যাখ্যা সে পায় না। তার ওপর ভয় আর মানসিক চাপ তাকে আস্তে আস্তে কাবু করে ফেলে। সবচেয়ে বড়। রহস্যটিই তার স্বামী। যাকে অবন্তী বুঝতে পারে না কিছুতেই। এত আলােছায়ার খেলা কে খেলছে তার সাথে? ভূত? জিন? পিশাচ? নাকি রহস্যময় স্বামী আশফাকের অন্য কোনাে রূপ? সাথে আশেপাশের অতি বিচিত্র চরিত্রগুলাে একেক পর এক মাকড়সার মতাে জাল বুনে যাচ্ছে।
"বইটা এক কথায় অসাধারণ ❤️❤️❤️ এটা আমি আগেও পড়েছি,আবার ইবুক ও কিনে রাখলাম যেনো যখন পড়তে ইচ্ছে হয় ফোন থেকে পড়তে পারি।"
রুদ্ধশ্বাসে পড়লাম পুরোটা। দারুণ হয়েছে।
Read all reviews on the Boitoi app
Must read
অসাধারণ একটা গল্প।শুরু থেকেই রহস্যময়তায় ঘেরা।আশফাক চরিত্রের দ্বৈত আচরণ আমার কৌতুহল বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।তার বুদ্ধিমত্তা,ক্রুরতা, রহস্যময়তা শেষমেশ অবন্তীর প্রতি ভালবাসা তার মানবীয়বোধকে বিজয়ী করতে সহায়তা করেছে যা গল্পটির প্রধান দিক বলে আমার মনে হয়েছে।সেইসাথে অবন্তীর সরলতা, ব্যক্তিত্ব মনোমুগ্ধকর।অবন্তীর সাথে শাওনের রসায়ন সুন্দর ছিল। শাওনের মতো পুরুষই তো আরাধ্য। গল্পটির পরতে পরতে টুইস্ট জীবন নামক নিষ্ঠুর কিন্ত সুন্দর বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।শেষ সিনটার মুগ্ধতা আমাকে এখনও ঘিরে রেখেছে।
অসাধারন!
Amazing, readers who are fond of the thriller genre should read this novel.
কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি।এতো সুন্দর লেখোনি অনেক দিন পড়া হয় নাই। শেষ হয়েও যেন না শেষ হলো না!আগাম কোনো ঘটনার পূর্বাভাস পেলাম।এতো পরিপূর্ণ এতো বলিষ্ঠ এতো সুন্দর লেখোনি…যতো বলবো তত কম হবে!!!
অসাধারণ!❤️❤️
Wonderful 😊
শুধু বলব, একেই বলে থ্রিলার। এমন একটা উপন্যাস পড়লাম যেটা নিজেই যেন পাঠকের উদ্দ্যেশ্যে বলছে, 'আমারে দেব না ভুলিতে।' এই উপন্যাসের রেশ সত্যিই অনেকদিন রয়ে যাবে। আমি ভুলতে পারব না।
সুন্দর, পরবর্তী অধ্যায় এর অপেক্ষায়...