সিহাব, তনিমা দম্পতির নতুন বাসায় তনিমা হঠাৎ আবিষ্কার করে পুরোনো আমলের রঙ্গীন টেলভিশন। রহস্যে ঘেরা টেলিভিশনে একে একে প্রচারিত হতে থাকে অতীত, বর্তমান আর ভবিষ্যতের দুর্দান্ত সব সত্য ঘটনা অবশেষে কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ। সিহাব চট্টগ্রাম ট্রান্সফার হলে ও পিছু ছাড়েনি টেলিভিশন। নিজেদের অজান্তেই পুরোনো মালপত্রের সাথে টেলিভিশনের কার্টুন টা আবিষ্কার করে তারা। এবার চট্টগ্রামে ভয়ংকর ভৌতিক সমস্যার সমাধান করে টেলিভিশন। সেটা কি জানতে চাইলে পড়তে হবে টেলিভিশন।
অসম্ভব কিছু সমস্যার সমাধান পাওয়া যায় এই টেলিভিশন গল্পে। চমৎকৃত কিছু ঘটনা জানা যায। রহস্যের সমাধান পাওয়া গেছে অলৌকিক উপাায়ে। ধন্যবাদ লেখককে সহজ বিষয় নির্বাচন করে তার সমধান ও কষ্টগুলো আমাদের উপলব্ধি করতে দিয়েছেন।
Read all reviews on the Boitoi app