সাতটি গল্পের এই সংকলন জীবন ও জগতের নানা কথা বলে। ব্যক্তিগত কি পারিবারিক দুঃখ-শোক-যন্ত্রণা অথবা রাজনৈতিক বৈকল্যের পাশাপাশি মুক্তিযুদ্ধসঞ্জাত ক্রোধ ও বেদনার পরম আলেখ্য হয়ে দাঁড়ায়।
"মাজহার ভাইয়ার লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরের মত তার লেখার জাদুতে তিনি গল্পের প্রতিটি চরিত্রকে যেন জীবন্ত করে তোলেন। 'জালাল মাস্টারের সংসার' বইটিও ঠিক তেমনি একটি চমৎকার বই। এই বইটি মূলত মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা। সাতটি ছোট গল্পের সংকলন রয়েছে বইটিতে যেখানে খুব চমৎকারভাবে মুক্তিযুদ্ধ চার নেতার অবদান ফুটিয়ে তোলা হয়েছে। বইয়ের গল্পগুলো পাঠকের মন ছুঁয়ে যাবে আর পাঠককে নিয়ে যাবে মহান মুক্তিযুদ্ধের সেই সময়কালে। বইটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। আমি পাঠকদেরও রিকমেন্ড করবো বইটি পড়ে দেখতে।"
মাজহার ভাইয়ার লেখা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরের মত তার লেখার জাদুতে তিনি গল্পের প্রতিটি চরিত্রকে যেন জীবন্ত করে তোলেন। 'জালাল মাস্টারের সংসার' বইটিও ঠিক তেমনি একটি চমৎকার বই। এই বইটি মূলত মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা। সাতটি ছোট গল্পের সংকলন রয়েছে বইটিতে যেখানে খুব চমৎকারভাবে মুক্তিযুদ্ধ চার নেতার অবদান ফুটিয়ে তোলা হয়েছে। বইয়ের গল্পগুলো পাঠকের মন ছুঁয়ে যাবে আর পাঠককে নিয়ে যাবে মহান মুক্তিযুদ্ধের সেই সময়কালে। বইটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে। আমি পাঠকদেরও রিকমেন্ড করবো বইটি পড়ে দেখতে।
Read all reviews on the Boitoi app