ভর দুপুরে পল্টনের রাস্তা ধরে ঠিকানা খুঁজতে বের হয়েছিল লোকটি। সবকিছু কেমন যেন বদলে গেছে৷ সাদা পাঞ্জাবীর পকেটে হাতটা দিতে বাসে উঠতে গিয়েও কী মনে করে আর উঠলেন না। নাহ, এতটা রাস্তা যখন হেঁটেই আসতে পেরেছেন, বাকি পথটুকু না হয় সেভাবেই গেলেন। পাঞ্জাবীর পকেটে কিছু টাকা আছে যদিও। কিন্তু এখন কি আর সে যুগ আছে? চলবে এগুলো? মনে মনে নিজেকেই যেন প্রশ্ন করলেন। দুপুরের কড়া রোদ ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করেছে। আরো আগেই কি বের হওয়া উচিত ছিল তাহলে? পকেট থেকে বের করলেন একটা চিরকুট- তাতে গন্তব্যস্থলের ঠিকানা স্পষ্ট লেখা- ১১/৪, নয়া পল্টন। কাগজটায় যত্ন নিয়ে ডান হাতের বুড়ো আংগুল বেশ কয়েকবার করে বোলালেন তিনি। এই বাড়ি কি তখন ছিল সেসময়?
সুন্দর ছিল গল্প টা ❤️
Read all reviews on the Boitoi app
সুন্দর ছিলো গল্প টা 🤍
Good
🥰🥰🥰🥰
সত্যি খুভ ভালো ছিল গল্পটা👌