রাত ১২ টার দিকে তুষার ঝড় থামল , মনে হলো আমরা দম ফায়ার পেলাম। আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। আগেই সিদ্ধান্ত হয়েছিলো রাত ২ টার দিকে সামিট পুশ হবে। এখনো প্রায় দুই ঘন্টা সময় আছে আমাদের। এই সময়টা আমার চা , বিস্কুট , খেজুর , কিসমিস ও নুডলস খেয়ে শরীর কিছুটা শক্তি সঞ্চয় করে নিচ্ছি। মনের ভেতরে উত্তেজনা কাজ করতে লাগল। উপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা কারও জানা নেই। তারপরেও উপরে যাওয়ার এক ভয়ংকর টান আমাদের টানছে। যে টান মৃত্যুকেও উপেক্ষা করে। আমরা সবাই প্রস্তুত। যেহেতু অনেক তুষারপাত হয়েছে এবং আবহাওয়া তার বহুরূপি রূপ দেখাচ্ছে সেহেতু আমাদের একটু বেশিই সতর্কতার সাথে প্রস্তুত নিতে হলো। নূন্যতম ভুল করা যাবে না। তাই একে অপরের প্রস্তুতির সকল বিষয়ে খোঁজ নিচ্ছি। বিপ্লব ভাই বলেই ফেললেন , "আমরা এখন যুদ্ধে যাচ্ছি কোনো ভুল করা চলবে না। মুক্তিযুদ্ধের সময় ঠিক এভাবেই প্রস্তুতি নিতো মুক্তিযুদ্ধারা আক্রমণে যাওয়ার আগে। " হ্যাঁ , তাই। আমরা আজ এখানে আছি এই লাল - সবুজ পতাকার জন্যই আমরাও মৃত্যুকে উপেক্ষা করছি।