ছবিটা দেখেই বুকটা ধক করে উঠল সিফাতের। হৃৎপিণ্ডটাকে যেন একটা বরফ শীতল হাত খামচে ধরেছে। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। ঘুরে দরজার দিকে তাকিয়েই আতঙ্কে জায়গায় বরফের মতো জমে গেল সিফাত। পুরো দরজা দখল করে রুমকী দাঁড়িয়ে আছে। মুখে লাবণ্যের ছিঁটেফোঁটাও অবশিষ্ট নেই। ঠোঁটের লিপস্টিক এমনভাবে থেবড়ে আছে যে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেও মেয়েটা রক্ত খাচ্ছিল। সামনে এগুনোর বদলে সিফাত উল্টো দেয়ালের দিকে কিছুটা পিছিয়ে এল। দেয়ালের সাথে শরীরটাকে মিশিয়ে দিয়ে চোখে মুখে প্রবল আতঙ্ক নিয়ে তাকিয়ে রইলো সামনে দাঁড়িয়ে থাকা পিশাচিনীটার দিকে। এরকমই রুদ্ধশ্বাস, ছমছমে আর ভয় জাগানিয়া ১৩ টি গল্প নিয়ে সাজানো হয়েছে অপয়া ১৩। মোট কথা, ১৩ টি অপয়া গল্পের সংকলন এই বইটি। পাঠক, থ্রিলারের দুর্দান্ত এক রোলার কোস্টারে আপনাকে স্বাগতম।
লেখনশৈলী ভালো লেগেছে৷ জলজ বইটির তুলনায় এই বইটি পড়তে ভালো লেগেছে৷ তবে, প্রথম দিকের বেশ কিছু গল্পের প্লটে তেমন নতুনত্ব পাইনি। সে তুলনায় শেষ দিকের কয়েকটা গল্প মোটামুটি ইউনিক মনে হয়েছে৷ হরর, পরাবাস্তব জনরা যাদের পছন্দ তারা পড়তে পারেন। ভালো লাগবে আশা করি।
Read all reviews on the Boitoi app