ভাগ্যের ফেরে বন্ধু পিটারকে সহ জলদস্যু মুরের জাহাজে এসে উঠতে হলো নিউইয়র্কের বাসিন্দা রবার্টকে। অংশ নিতে হলো স্প্যানিশ সোনার জাহাজ লুটের এক দুর্ধর্ষ অভিযানে। ঝড়, যুদ্ধ, প্রতিকূল পরিবেশ পেরিয়ে কীভাবে বাড়ি ফিরবে রবার্ট? আইরিশ মেয়েটার নিরাপত্তাই বা নিশ্চিত করবে কী করে? আর লুন্ঠিত সোনারই বা কী হবে? ট্রেজার আইল্যান্ড যারা পড়েছেন তাদের জন্য: আপনি কি জানতে চান ক্যাপ্টেন ফ্লিন্ট তার গুপ্তধন কোথা থেকে পেয়েছিল? কী হয়েছিল সেই বিপুল সম্পদকে ঘিরে? জানতে চাইলে বইটা পড়ে দেখুন, আশা করি আপনাদের ভাল লাগবে... আর যারা ট্রেজার আইল্যান্ড পড়েননি তাদের জন্য: আপনি কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন? সমুদ্র অভিযান, জলদস্যু, গুপ্তধন, বীরত্বের গল্প পছন্দ করেন? তাহলেও বইটা পড়ে দেখতে পারেন, আপনাদেরও ভাল লাগবে...