স্বর্ণশহর। যে শহরের ফটক থেকে ফাটক, রাস্তা থেকে নর্দমা, প্রাসাদ থেকে গোয়ালঘর- সব সোনায় মোড়ানো। যে শহরের ইট-কাঠ-কড়ি-বরগা খুলে নেয়ার অন্ধ মোহে শত শত বছর ধরে গোটা রাজ্য চষে বেরিয়েছে অজস্র অভিযাত্রীর দল। আর হয়েছে ব্যর্থ। আবার একদল অভিযাত্রী বেরিয়েছে কিংবদন্তির সেই সোনার শহরের সন্ধানে। এ দলে আছে এক পোড়খাওয়া অভিযাত্রী দম্পতি, চশমাপরা হাঁপানিগ্রস্ত এক যুবক, তার ভুড়িওয়ালা অল্প-ঘায়ে-কাতর চাচা, উৎসুক এক তরুণী, রহস্যময় এক তরুণ আর দুর্দান্ত ক্ষমতাসম্পন্ন অস্ত্রধারী এক বীর। তাদের পথে বাধা হিসেবে আছে নিভৃতচারী এক সঙ্ঘ। সঙ্ঘের আবেগহীন নেতা তার চৌকস শিষ্যদের দাবার ঘুটির মতে চেলে দেবেন অভিযাত্রীদের সামনে। স্বর্ণশহরে পৌঁছাতে অভিযাত্রীদের পেরুতে হবে একের পর এক বাধা। তারা কী পারবে সেই শহরের সব দরজা-জানালা-ছাদ-মেঝে খুলে নিয়ে বাকি জীবন রাজার হালে কাটাতে? জানতে সঙ্গী হোন এই বিচিত্র অভিযানে।
বইটি অনেক সুন্দর সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো
Read all reviews on the Boitoi app
স্বর্ণশহর এর ২য় বই থাকলে বইটি বের করুন