দিনে দিনে আমাদের জন্ম ও মৃত্যুর মহাসত্যের মাঝখানে ঘটে চলছে আর এক মহাসত্য তা হচ্ছে, আওয়ার আলটিমেট ফেট অর্থাৎ আমাদের শেষ পরিণতি। আজকের প্রধান প্রধান ধর্মগুলো ও অধিকাংশ বিজ্ঞানীরা বলছে, আমাদের এ শেষ পরিণতি হবে ধ্বংস। আবার এ কথাগুলো আমরা যারা মুসলিম তারা মনে-প্রাণে বিশ্বাস করি যে, কেয়ামতের সময় হলে তা সংঘটিত হবে। কিন্তু আমরা জানিনা যে, কোন প্রসেস বা প্রক্রিয়ায় হতে পারে। কেউ বলছে, বিগ ব্যাংয়ে। আবার কেউ বলছে, বিগ ফ্রীজ বা হিট ডেথ অথবা বিগ রিপ বা বিগ বাউন্সে। এবং আরও শুনছি কসমিক আনসার্টিনিটি অর্থাৎ ‘মহাজাগতিক অনিশ্চয়তা’র কথা। ফলে, আমরা যারা মডারেট এবং ধর্ম ও বিজ্ঞান অনুসন্ধিৎসু তারা পড়ে যাচ্ছি গোলক ধাঁধায়। সেই গোলক ধাঁধা কাটাতে আপনাকে স্বাগতম 'দ্যা কিয়ামাহ: বিগ ব্যাং অর বিগ ক্র্যাঞ্চ?' বইটিতে। গবেষণা ভিত্তিক সাইন্স এন্ড রিলিজিয়ন সম্পর্কিত বইটির প্রথমে পাবেন আমাদের বিশ্ব তথা মহাবিশ্বের সৃষ্টি ও পরিচিতি এবং আমাদের ডেসটিনির ইসলামিক পিকচার। দ্বিতীয়-তৃতীয় অধ্যায়ে রয়েছে মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের বিষয়ে ধর্মশাস্ত্র ও বিজ্ঞানশাস্ত্রের এক অপূর্ব সমন্বয়। এছাড়া চতুর্থ অধ্যায়ে বিগ ব্যাং এবং বিগ ক্র্যাঞ্চের জটিল গাণিতিক ও জ্যামিতিক মডেলগুলোর সহজ সরল ব্যাখ্যা সহ গড পার্টিকেলের অনিশ্চিত ভবিষৎ এবং দশ হাজার বিজ্ঞানীর হারের অখণ্ডনীয় তথ্য। পঞ্চম অধ্যায়ে রয়েছে, বিগ ব্যাং এন্ড বিগ ক্র্যাঞ্চের মধ্যে গ্র্যাভিটেশনাল ফাইট ও নিউটনের গতির সূত্রানুযায়ি বিগ ক্রাঞ্চের গানিতিক ব্যাখ্যা এবং বিগ ক্র্যাঞ্চের সাথে ঘড়ির কাঁটার সম্পর্ক কি, তার উত্তর।
দারুন ইনফরমেটিভ একটি বই। বইটির সফলতা কামনা করি। লেখককে ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app