তেইশ বছরের তামান্না মেহবুব খান (টিউলিপ)। মেইলবর্ন ইউনিভার্সিটিতে স্থাপত্যকলায় দারুণ ফলাফল, শীর্ষস্থানীয় ডিজাইনার ফার্মে চাকরি, আর যােগ্য বাগদত্তার সাথে জীবনের নতুন অধ্যায় অপেক্ষমান। ভবিষ্যত জীবনের গােছানাে ছকে এগােবার আগে পত্রবাহকের দায়িত্ব নিয়ে টিউলিপকে ফিরতে হলাে দেশে। গন্তব্য রাজশাহী, খুজে বের করতে হবে অচেনা একজনকে। তার হাতে তুলে দিতে হবে টিউলিপের মায়ের লেখা কিছু না বলা কথা'। কাজটা জরুরি, তবে সময় মত ফেরা চাই। কারণ এই শহরের বিশ্বাস নেই, এখানকার মানুষ যে বড় নির্মম। কিন্তু টিউলিপের ধারণা ছিল না রেশমনগরীতে মানুষ আসে নিজের ইচ্ছায় যায় এই নগরীর মর্জিতে। সেই মর্জি আদায় হলাে না। টিউলিপ রেশমি সুতাের মায়াজালে এমনভাবে জড়ালাে যে আর ফেরা হলাে না নিজগৃহে। কী এমন হয়েছিল সেথায়? আজ পাঁচবছর পর নিজের শহরে ফিরেও টিউলিপ একা, রিক্ত, কলুষিত রাজধানীতে নির্বাসিত চোখের সামনে ঘটে গেছে বৃদ্ধ-বৃদ্ধা দম্পতীর জোড়া খুন। সেই খুনের সাক্ষী হয়ে টিউলিপ আজ নজরবন্দি। চোখের সামনে উন্মােচিত হচ্ছে এক নির্মম সত্যির। পাপাচার, লােভ লালসার জালে আটকে পড়া একটা ভয়াবহ শহর। যেখানে বাস করে দুই ধরনের মানুষ। মুখােশধারী আর অসহায় নির্বাসিত। গর্ভে সাতমাসের জমজ সন্তান নিয়ে টিউলিপ কী পারবে এই লড়াই চালিয়ে যেতে না এখানেই থেমে যাবে তার পথচলা? কেউ কী এসে ধরবে না তার হাত? কখনােই কী অন্ত হবে না অভিমান, অহংয়ের নির্বাসনের...
একবার পড়া শুরু করলে শেষ না করে বই রাখা সম্ভব না। লেখক এর প্রথম বই হিসেবে অনেক পরিণত লেখা।
Read all reviews on the Boitoi app
" নির্বাসন " একটা বই।একটা মোহ।একটা আবেশ।পড়তে পড়তে কখনও মনে হয়নি একটা চরিত্র তার নিজস্ব গন্ডি থেকে বের হয়ে এসেছে। চরিত্র গুলো শুরু থেকে শেষ পর্যন্ত একই আবহে একই মেজাজে এগিয়ে যাচ্ছিলো, কোথাও খেই হারায়নি। ১২১নাম্বার পৃষ্ঠার তানজিম আহমেদ নামটি পড়ে আকুল হয়ে কাঁদতে কাঁদতে পড়েছি।১২৪ পৃষ্ঠা পর্যন্ত বারবার চোখ মুছতে মুছতে পড়েছি।মুকুল আমার খুব প্রিয় একটা চরিত্র। যারা মুকুল বকুলের " কিছু না বলা কথা " হৃদয়ে ধারন করেননি তারা এই অনুভূতি পাবেন না। শারমিন আন্জুম জানি না তিনি তার ব্যক্তিগত জীবনে কেমন কিন্তু তার এই উপন্যাস পড়ে তাকে পরিচ্ছন্ন একজন মানুষ বলে মনে হয়েছে।বই একবার পড়ে আলমারিতে তুলে রাখার মতন অনেক বই আছে কিন্তু এই বইটি মাথার কাছে বালিশের পাশে যত্ন করে রেখে দেয়ার মতন একটা বই। বহুদিন আগে " তাল " সিনেমাটি দেখতে গিয়ে যেমন এর মোহ থেকে বের হতে পারছিলাম না, কিছু তারচেয়ে ও বেশী এ থেকে বের হতে পারছি না।এখন অন্য কোনো বই পড়লে ভাল লাগবে না।নির্বাসন আমাকে নির্বাসন দিয়েছে গতিময় জগৎ থেকে। ধন্যবাদ আমার প্রিয় লেখিকা শারমিন আন্জুম এমন একটি উপন্যাস উপহার হিসেবে দেয়ার জন্যে। আমাদের মাঝে আপনি সারাজীবন এভাবেই ভালবাসায় সিক্ত হয়ে বিচরণ করবেন তা অন্তত পক্ষে বলতে পারি। এটার দ্বিতীয় এডিশন কিনেছি। এখন বইটই থেকেও কিনলাম।
প্রিয় আপুর নির্বাসন পড়েছি আর টিউ.... রেহানের ভালোবাসা গুলো অনুভব করেছি। কি সাংঘাতিক একটা বই।আপুর জন্য রইল দোয়া ও নেক হায়াত আল্লাহর কাছে চাওয়া।
চমৎকার একটা উপন্যাস।কয়েকবার পড়েছি তবুও তৃষ্ণা মেটেনা।অনেক ভালো লাগার একটা বই।
চমৎকার একটা উপন্যাস। আমার ফেসবুকে পড়ার সুযোগ হয়েছিলো কিন্তু পুরোটা নয়। এখন কিনে নিলাম। ধন্যবাদ শারমিন আন্জুম আপুকে বইটয়ে এটা পড়ার সুযোগ করে দেয়ায়🌺🌺❤️❤️
বরাবরই শুনে আসছি শারমিন আঞ্জুম আপুর লিখা খুব ভালো.. তাই ফলোও করা শুরু করলাম । কিন্তু কেনো যেন পড়ার সাহস হত না যতবার পোস্ট সামনে আসত save করে রেখে দিতাম। হটাৎ করেই মনে হলো পড়া উচিত তাই আপুর এক পাগলা fan ( তৃণা আপু) এর থেকে রিভিউ নিলাম। এরপর তো আর কথাই থাকে না । সব ই বুক কিনে ফেলছি। নির্বাসন দিয়ে শুরু করলাম Trust me আপু প্রত্যেকটা মোমেন্ট enjoy করেছি।যদিও লেট আমি .. তাই আফসোস হচ্ছিলো খুব .. আবার ভালো লাগছিল কারণ আমার wait করতে হয় নি যে পরের পর্বে কি হবে তারজন্য..এটা যে কত কষ্টের !! নির্বাসন - এটা নিয়ে আর কি বলবো .. এত সুন্দর নিখুত details এর সাথে present করেছেন মনে হচ্ছিলো আমি সবকিছু একদম সামনে থেকে দেখছি..একটা মোমেন্টও miss করা যায় না .. আমি গল্প অনেক স্কিপ করে পড়ি এটাই ফার্স্ট আমি একটা লাইনও skip করতে পারিনি.. মনে হচ্ছিলো skip করলেই আমি important কিছু miss করে ফেলবো.. টিউলিপ/ টিউর মাতৃত্ব, দৃঢ়তা, রেহানের প্রফেশন , ক্রাইম solve এত এত ডিটেইলস মনে হচ্ছিলো আসলেই হয়েছেএরকম …সবচেয়ে cute বিষয়টা ছিলো babyদের সাথে কথপোকথনএর মাধ্যমে গল্প আগানো.. এই আইডিয়াটা এত প্রানবন্ত ছিলো ..রেহান আর টিউর misunderstandings গুলা গল্পে ওদের সম্পর্কটাকে খুব ভালো অ্যাটাচমেন্ট দিয়েছে..কারণ আমার মতে একটা সম্পর্ক proper হওয়া উচিত not so called perfect..আর প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও ভুল করে..এইসব কিছুর জন্য একদম real life একটা vive পাচ্ছিলাম.. এই গল্পটা পড়ে মনে হয়েছে আত্মতৃপ্তি মনে হয় এটাই ..মানে ফাকফোকর নেই একদম.. সর্বোচ্চ সন্তুষ্ট আমি.. চমৎকার বললেও অনেক কম হয়ে যায় .. আপনার লিখনশৈলী অসাধারণ.. নতুন নতুন শব্দ…উফ একদম Simple yet so Elegant.. অনেক দোয়া আর ভালোবাসা আপনার জন্য এভাবেই লিখে যান.. আর আমাদের সুন্দর সুন্দর গল্প , উপন্যাস উপহার দিন।❤️❤️
আমার বই ছিলো অনেক পছন্দের এটা। কিন্তু বইটা ছোট বোনের কাছে আছে তাই আমার মাঝে মাঝে পড়তে ইচ্ছে করে এইজন্য ই বুক কিনছি আবার। রেহান 💚 টিউ টিউ টিউ
অসাধারন অসাধারন কি অসাধারন লিখনি আপু আপনার! যাদুর করা লিখনি একদম।একবার পড়তে ধরলে পূরো না পড়া পর্যন্ত অস্থির লাগে।কিচ্ছু ভালো লাগে না! টিউলিপ রেহান এই জুটি এখন থেকে ভালোবাসার নাম😍।এই হাশি তো এই কান্না।লাস্টে আর থাকতে পারি নাই সেই কান্না করে দিয়েছি। অবশেষে হাসির কান্না❤।মনে হচ্ছে লিখলেই স্পয়লার হয়ে যাবে।তাই তেমন কিছু লিখলাম না। অনেক দু'আ আপনার জন্য এবং অনেক অনেক ভালোবাসা আপু।আল্লাহ আপনার হাতের লিখনির আরো বারাকা দান করুন।আমিন।
অসাধারণ সুন্দর একটি উপন্যাস। অসম্ভব ভালো লেগেছে। মুগ্ধ হয়েছি।
আপুর লেখায় মাদক আছে।একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত কিছুই ভাল লাগেনা।নির্বাসন একদমে শেষ করেছি।প্রতিটি চরিত্র প্রতিটা দৃশ্যপট এতটা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন মনে হচ্ছিল যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।খুব খুব ভাল লেগেছে।অনেক অনেক শুভ কামনা লেখিকা আপু❤️❤️