এবনে গোলাম সামাদ যে জ্ঞানবৃক্ষ তা সর্বজন স্বীকৃত। অবশ্য মানুষেরই বা স্বীকৃতি দেবার কী আছে। তবে ‘বাংলাদেশ কথা’ নিয়ে আমাদের কিছু বলার আছে। কারণ এটি লেখকের সর্বশেষ গ্রন্থ। এমনকি হাসপাতালের বিছানায় শুয়েও একটা পরিচ্ছেদ লিখেছেন। আসলে তিনি যেন বুঝতে পেরেছিলেন, যা বলার এখনই বলতে হবে। সময় অল্প। এই তাড়াটা আমরা দেখেছি খুব কাছে থেকে। এবনে গোলাম সামাদ গ্রন্থটির নাম প্রথমে দিয়েছিলেন ‘আমরা শান্তির পক্ষে’। তবে মারা যাবার কিছুদিন আগে হাঠৎ করে নামটা পরিবর্তন করলেন। নাম দিলেন ‘বাংলাদেশ কথা’। যোগ করলেন কয়েকটা পরিচ্ছেদ। এই গ্রন্থের ছোট ছোট পরিচ্ছেদে পাঠক পাবেন বেশ চিন্তার খোরাক। আর লিখেছেনও ঝরঝরে ভাষায়। দেশ, জাতি, সমাজ, অর্থনীতি, পররাষ্ট্রনীতি আর প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে কিছু আগাম কথা তিনি বলে যেতে চেয়েছিলেন। বলে গেলেন তাঁর কথা। আমাদের বিশ্বাস, পাঠক-নন্দিত হবে গ্রন্থটি। পাঠক এও বুঝবেন, একজন জ্ঞান-সাধক আর দেশপ্রেমী মৃত্যুর আগেও কত সুন্দরভাবে বলতে পারেন নিজের ভেবে রাখা কথাগুলো। কত সুন্দরভাবে নতুন প্রজন্মকে বলতে পারেন দেশপ্রেমের কথা, নিকট অতীতের কথা; আর সতর্ক হবার কথা।