সমকালীন বাংলা সাহিত্যে ছড়া লিখে যারা আলোচিত ও পাঠক প্রিয় আব্দুল্লাহ-আল-মামুর তাদের অন্যতম। মামুর ইতোমধ্যে ৪ ছড়াগ্রন্থ লিখেছেন। তিনি শিশু-কিশোরদের পাশাপাশি বড়দের জন্যও ছড়া লিখেন। তার বড়দের জন্য রচিত ছড়ার প্রধান বৈশিষ্ট্য হলো রম্য রস। বঙ্গ-রঙ্গ গ্রন্থটিও সজ্জিত হয়েছে সমাকালীন নানা বিষয়ের ওপর রচিত রম্য রচনা নিয়ে।