রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বিভিন্ন মতাদর্শ প্রাধান্য পেয়েছে। তবে একটি আদর্শ রাষ্ট্রের রূপ কী হবে তা নিয়ে বিতর্কের কোন শেষ নেই। রাষ্ট্রনায়কগণ সময়ের প্রয়োজনে বিভিন্ন পন্থা অবলম্বন করে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই গ্রন্থটিতে বিশ শতকের তিনজন রাষ্ট্রনায়কের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে। এশিয়া তথা তৃতীয় বিশ্বের এই দেশগুলো ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্ত হয়ে কল্যাণকর রাষ্ট্র গঠনে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছে তারও একটা চিত্র গ্রন্থটিতে উঠে এসেছে। সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গণতান্ত্রিক নেতা হিসেবে তাঁর জনগণকে কতটা ধারণ করেছিলেন তা গ্রন্থটি থেকে অনুধাবন করা যাবে।