এই বইয়ে ভুত আছে, ভয় আছে। এই বইয়ে অভিযান আছে, বিপদ আছে। এই বইয়ে ছেলেমেয়েদের সাহসিকতা আছে, অ্যাডভেঞ্চার আছে। এই বইয়ে আছে প্রতারণা। এই বইয়ে আছে প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা কিশোরীদের জগৎ জয়ের কথা। আছে মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে কিশোরীদের দুঃসাহসিক অপারেশন। আর আছে হাস্যরস। এই বইয়ে স্থান পাওয়া চারটি অভিযানের কাহিনি তোমাদের সময়কে আনন্দে পরিপূর্ণ করে তুলবে।