দেশ পরিচয়-এ বাংলাদেশের আয়তন, উৎপাদন, মানবসম্পদ ইত্যাদির পরিচয় দেওয়া হয়নি, প্রথাগত গ্রন্থে যা সাধারণত দেওয়া হয়। দেশ পরিচয় নিজেকে জানার গ্রন্থ। শাশ্বত বাংলার বা অভিন্ন বঙ্গের এক সময়ের পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশকে নিয়ে আলোচনা করা হয়েছে। এটি জাতীয়বাদী কোন থিসিস নয়। বাংলাদেশ কেনো বাংলাদেশ তাই আলোচনার মূল বিষয়। বাংলাদেশ এবং এ ভূখণ্ডে বসবাসকারী বাঙালি বৈশিষ্ট্য কী তা লেখক আলোচনা করেছেন ইতিহাস, ভূগোল, স্থাপত্য, লোকশিল্প, নদী, ভাষা ইত্যাদির পরিপ্রোক্ষিতে। নিজেকে জানতে হলে এই বই অবশ্যই পাঠ্য।