রাশেদা মারিয়া তহুরা... এক ঝাক দুষ্টু মেয়ে। সুন্দরপুর গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে। ওদের স্কুলে এমন একটা ঘটনা ঘটল, পুরা গ্রামবাসী স্তম্ভিত । মেয়েরা ফুটবল খেলতে শুরু করে দিল। মইন স্যার তাদের কোচ। গ্রামের ধলা মাতুব্বর ভীষণ চটে গেলেন। বাধা আসতে লাগল। একটার পর একটা বাধা ডিঙিয়ে মেয়েদের দল এগিয়েই যাচ্ছে। আর আছেন বীণা আপা। ধলা মাতুব্বরের মেয়ে। তিনি উৎসাহ দেন মেয়েদের। মইন স্যার মনে মনে পছন্দ করেন তাকে। মেয়েদের দল যাচ্ছে বড় টুর্নামেন্ট খেলতে। শেষ পর্যন্ত জিততে পারবে কি তারা? বীণা আপার গাড়ি এক্সিডেন্ট করেছে। কী হবে শেষ পর্যন্ত !