ছােটরা খেলাধুলা করে, দুষ্টুমি করে। ছােটাছুটি করে, আবার ফুলগাছ লাগায়। স্কুলে ভর্তি হয়। তখন দেশে শুরু হয় আন্দোলন সংগ্রাম। মিছিল বের হয়, বীর বাঙালি অস্ত্র ধরাে, বাংলাদেশ স্বাধীন করাে। ছােটদের চোখের সামনে পড়ে থাকে লাশ। গােলাগুলির ভয়াবহ দিনে বড়দের সঙ্গে তাদেরও পালাতে হয়। আবার মুক্তিযােদ্ধাদের সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হয় ছােটদেরও। ছােটদের চোখে ১৯৭১ সালের বাংলাদেশের মানুষের যুদ্ধ, সংগ্রাম, অশ্রু, রক্ত, প্রতিরােধ আর বিজয়ের কথা আছে এই বইয়ে।