পার্বতীপুর জংশন থেকে যাত্রা শুরু করে দক্ষিনে ছুটে চলেছে রমনা মেইন। গন্তব্য কুড়িগ্রাম লাইনের শেষ মাথা- রমনা স্টেশন। মাঝখানে বিখ্যাত-অক্ষত মিলিয়ে ১৬টি স্টেশন। এই ট্রেনের বেশিরভাগ যাত্রী টিকেট কাটায় অভ্যস্ত নয়। তাদের একজন রংপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র মনিরুল ইসলাম। এই রুটের ভ্রমণ সচরাচর একঘেয়ে, ক্লান্তিকর। কিন্তু মনিরের এবারের যাত্রা ব্যতিক্রম। একের পর এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় সে। কে বলে উত্তরবঙ্গের জনপদগুলি নীরস, ঘটনাবিহীন! বিশ্বাস না হলে আপনিও চড়ে বসুন রমনা মেইলে, দেখবেন ঘটনার ঘনঘটার সীমা-পরিসীমা নেই।