শমসের গাজীর মৃত্যুর কারণ, তারিখ, সন এবং স্থান নিয়ে মতভেদ রয়েছে। কিভাবে তাঁকে গ্রেফতার করা হয় তা নিয়ে মতভেদ রয়েছে। গাজীনামার তথ্যমতে তাঁকে একজন নষ্ট ফকির ভুলিয়ে নিয়ে যায়। কিন্তু অন্য তথ্যমতে, শমসের গাজী কৃষ্ণমণি, মীর কাশিম আলীর সৈন্য ও চট্টগ্রাম হতে ইংরেজ সৈন্যদের ত্রিমুখী আক্রমণে গ্রেফতার হন এবং মুর্শিদাবাদে তোপের মুখে তাকে হত্যা করা হয়। সেখ মনুহরের গাজীনামা ত্রিপুরার রাজমালা, নোয়াখালী গেজেটিয়ার ও বিভিন্ন লেখক বিভিন্ন মত প্রকাশ করেছেন। তবে তাদের বক্তব্যে তথ্যের একটি বিষয় মিল রয়েছে। শমসেরকে কামানের গোলার আঘাতে হত্যা করা হয়েছে তবে সেটি ঢাকায় নাকি মুর্শিদাবাদে নিয়ে মতভেদ রয়েছে।
ভালো
Read all reviews on the Boitoi app