'দ্য প্রফেট' বইটিতে ২৬টি গদ্য কাব্য উপকথা রচিত হয়েছে ইংরেজি ভাষায়, যার লেখক লেবানিজ-আমেরিকান কাহলিল জিবরান। এর প্রথম প্রকাশ হয়েছিল ১৯২৩ সালে আলফ্রেড এ নফ-এর মাধ্যমে। এটিই তাঁর সবচেয়ে জনপ্রিয় রচনা। বইটি বিশ্বের ১০৮টি ভাষায় অনুবাদ রয়েছে। বইটির চাহিদা এখনও ফুরিয়ে যায়নি। মহর্ষি আলী মুজতবা অফালিজ শহরে ১২ বছর বাস করার পর তীরে ভিড়েছে তার অপেক্ষার জাহাজ, এখন সে নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত। গল্পটির শুরু এখান থেকে। অফালিজ শহরবাসীরা তাকে যেতে দিতে চাইছে না। আলী মুজতবার কাছে তাদের অনেক জানবার আছে। জীবনের নানা জিজ্ঞাস্য নিয়ে, যাবাব আগে তিনি শহরবাসীদের সঙ্গে কথা বলেছেন, এক এক করে জবাব দিচ্ছেন তাদের প্রশ্ন আর রচিত হচ্ছে এ কল্পকাব্য। বইটি বিভিন্ন অধ্যায়ে বিভক্ত, যেখানে আলাদা করে মানবিক জীবন এবং পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে। যেমন-ভালোবাসা, বিয়ে, সন্তান, দান, পানাহার, কর্ম, আনন্দ-দুঃখ, গৃহ, কেনা-বেচা, অপরাধ-শাস্তি, আইন, স্বাধীনতা, যুক্ত-ইচ্ছা, বেদনা, আত্মজ্ঞান, শিক্ষকতা, বন্ধুত্ব, কথা বলা, সময়, ভালো-মন্দ, প্রার্থনা, আনন্দ, সুন্দর, ধর্ম এবং মৃত্যু। ১৯২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রকাশের পর ২০১২ সাল পর্যন্ত বইটির নয় মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এক সপ্তাহে পাঁচ হাজারেরও বেশি কপি বিক্রির রেকর্ড আছে এই বইয়ের ভাগ্যে।