বাংলা সাহিত্যের এক বিস্ময়ের নাম হুমায়ূন আহমেদ। অত্যুজ্জ্বল এক বিস্ফোরণেরও অপর নাম তিনি। এই লেখকের জনপ্রিয়তা কেন ছিল আকাশছোঁয়া? কী সেই রহস্য? ব্যক্তিমানুষ হিসেবে আসলে কেমন ছিলেন তিনি? কতটা রঙ্গপ্রিয়, কতটা স্নেহশীল, খেয়ালী, বাৎসল্যরসে ভরাপুর ছিল তার মর্জি মেজাজ? সেগুলো কীভাবে কেমন করে কোন মাত্রায় প্রতিফলিত হয়েছে তাঁর রচনাবলীতে? এসব বিষয়ে পাঠকের ব্যাপক কৌতূহল, আগ্রহ অনুসন্ধিৎসা বরাবরই ছিল। এখানে তাতে ভাটা পড়েনি। হুমায়ূন-রচনার বিপল সম্ভারের রস আস্বাদনের পাশাপাশি এগুলো সম্পর্কেও মনস্ক পাঠক জানতে চান, বুঝতে চান। হুমায়ূন ঘনিষ্ঠদের অন্যতম ফরিদ আহমদের অন্তরঙ্গ কলমে সেইসব প্রসঙ্গের খুঁটিনাটি লিপিবদ্ধ হলো এই গ্রন্থে।