নয় বছর পরে দ্বিতীয় সংস্করণ। নানা কারণে এই বিলম্ব। নচেৎ পাঁচ বছর পূর্বেই প্রথম সংস্করণ নিঃশোষিত হয়ে যায়। অবিশ্যি প্রকাশনার ক্ষেত্রে বাঙলাদেশ এখন আর তিনি নাম নন, বরং প্রতিষ্ঠান। এই সংস্করণে একটি নাম বদলে দিয়েছি। "দুই ব্রিগেডিয়ার" গল্পের নায়ক "সয়ীদ ভূঁইয়া" হয়েছে ময়ীদ ভূঁইয়া; ফায়ার ফায়ারবিগ্রেড বিভাগের অফিসার ছিলেন আমার এক বন্ধু। ১৯৭১ সনে লোকাস্তরিত হন। তিনিই ছিলেন আমার গল্পের নায়কের মডেল। তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এই পরিবর্তন।