মার্কিন প্রেসিডেন্ট কেনেডীর হত্যাকারীর কোন সঠিন হদিস পাওয়া যায়নি। তার কারণ, আততায়ীর দূরবর্তী অবস্থান। টেলিস্কোপ লেন্স-সংযুক্ত রাইফেলের সাহায্যে সে গুলি ছুঁড়েছিল নিকটবর্তী এক বাড়ির জানালা থেকে। বিজ্ঞান এমন দূরত্ব সৃষ্টি করে। কিন্তু সেখানেও হত্যাকারী ও নিহতের সান্নিধ্য অপরিহার্য শর্ত। তাছাড়া খুন সম্ভব নয়। সান্নিধ্য এখানে স্থানিক পর্যায়ের অঙ্গীভূত এক কথায় বলা যায়, হতভাগ্য হত-জন এবং আততায়ীর নৈকট্য ছাড়া অমন ঘটনা সম্ভব নয়। বিজ্ঞান হয়ত দূরত্ব বাড়াতে সক্ষম। এই পটভূমিকায় 'গাজী'-শব্দের ব্যাখ্যা পাঠকের নিকট প্রার্থনা করছি। "গাজী" আরবী শব্দ। অর্থ, বিজয়ী। আমার প্রকাশক গাজী শাহাবুদিন পূর্বপুরুষের পদবীধারী জন্মাবধি। সেখানে সুকৃতি যাচায়ের কোন প্রশ্ন ওঠে না। তা পূর্বপুরুষের সুকৃতি-প্রবাহ। কিন্তু বক্ষ্যমান পুস্তক "রাজপুরুষ"-এ এসে দেখা গেল, তার গাজী পদবী সার্থক। তাহলে বেপারটার নিষ্কাশন দরকার। আমার এক অনুরাগী বন্ধু বিশ্বাসই করত না, আট দিন আশি পৃষ্ঠার একটা বই বের করা সম্ভব। হোক না কম্পিউটারের যুগ। সেই চ্যালেঞ্জের মুখে গাজী দাঁড়িয়ে গেলেন বুক ঠুক পদবীর সার্থকতা রক্ষার্থে।