--"এইযে মিস ঝগড়াটে!" আফরার পা জোড়া থেমে যায়, সাথে মাথাও ধপ করে জ্বলে ওঠে। কার এত সাহস যে তাকে এই ধরণের নাম দেয়? আফরা পিছে ফিরে তাকালো এবং মুহূর্তেই দমে গেলো। এ যে আরিব! চোখের চিকন ফ্রেমের চশমাটা ঠিক করতে করতে তার কাছেই আসছে। ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছিলো আফরা। এখন কাঠফাঁটা রোদের মাঝে দাঁড়িয়ে সে। আফরার সাহস হলো না আরিবকে অবজ্ঞা করে চলে যাওয়ার৷ আরিব কপালে রুমালের বিচরণ করতে করতে আফরার সামনে এসে দাঁড়ায়। --"এখানে কী করছো?" আফরা জোরপূর্বক হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, --"বাড়ি ফিরছিলাম।" --"ভার্সিটি গিয়েছিলে?" --"জ্বী।" --"তোমার নাম কী বললে না তো?" আফরা চমকালো। ভিষণ চমকালো। আসলেই কী আফরার নাম জানে না? আফরা আমতা আমতা করে বললো, --"আফরা।" --"নামের মতো যদি ব্যবহারটাও সুন্দর হতো, আফসোস!" নিভে যাওয়া আফরা ধপ করে জ্বলে ওঠলো, --"কী বলতে চান?"
"তোমার সব গল্পই আমার ভীষণ ভালো লাগে। এটা ও অনেক অনেক সুন্দর হয়েছে। 🥰🥰 তোমার আঁধারে আগন্তুক বই টা ও পড়েছিলাম ওই টা ও ভীষণ ভালো লেগেছিলো। দোয়া করি তুমি যেনো ভবিষ্যতে অনেক বড় একজন লেখিকা হও।🥰🥰 All the best পিচ্চি।🥰🥰"
মোটামুটি ভালো লেগেছে গল্পটা
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর একটা গল্প। আপনারা পড়তে পারেন।
Mashallah oshomvob shundor silo 🥰❤️
এত সুন্দর কেন গল্প টা। পুরো গল্প টা নেশার মতো ছিল। মনে হচ্ছিল কোনো নেশায় ডুবে গেছি। এক ধ্যানে শেষ করেছি। ভীষণ সুন্দর ছিল। আরিব আর আফরা আহ! কি সুন্দর ওদের ভালোবাসা। আরিবের চরিত্র টা বেশি মনে ধরেছে। অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য এক আকাশ সমান ভালোবাসা রইল লাবু তোমার জন্য ❤️❤️
অসম্ভব সুন্দর একটা গল্প। আরিব-আফরা দারুণ একটা জুটি। কিছু কিছু লাইন খুবই ভালো লেগেছে।ভাই-বোনের খুন শুঁটিও মজার ছিল। দুই একটা বানানে ভুল ছিল তাই সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ। সবমিলিয়ে ভালো লেগেছে ভীষণ।
অসাধারণ লেখনী 🥰🥰🥰
মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো গল্পটা লাবিবা। আফরা আর আরিবের কেমিস্ট্রি টা আমার দারুন লেগেছে, দুষ্টু-মিষ্টি ধরনের। আমি তোমার অনেক গুলো গল্প পড়েছি আর 'এক মুঠো প্রেম রঙ্গনা' গল্পটাও কিন্তু পড়ছি। মাশাআল্লাহ তোমার লেখা খুব সুন্দর এবং গুছানো। বলতে গেলে আমি তোমার ফ্যান☺️ দোয়া করি সুস্থ থাকো আর এগিয়ে যাও। আর আমি ভীষণ গল্প প্রেমী, গল্প পড়তে অনেক ভালবাসি তাই তোমাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর সুন্দর গল্প দেয়ার জন্য। যাইহোক গল্পটা কিন্তু খুব ভালো লেগেছে আর গল্পটা পড়ে আসলেই 'পাইসা ভাসুল' হয়েছে 😁 ধন্যবাদ🥰 ভালোবাসা নিয়ো লাবু❤️
বরাবরের মত এবারের গল্পটিও মন ছুঁয়ে গেল। তোমার লেখা এত ভালো লাগে যে, ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।তোমার জন্য অনেক অনেক শুভকামনা "লাবু।
আমার কাছে ভালো লেগেছে। একটি সুন্দর মিষ্টি গল্প।
তোমার সব গল্পই আমার ভীষণ ভালো লাগে। এটা ও অনেক অনেক সুন্দর হয়েছে। 🥰🥰 তোমার আঁধারে আগন্তুক বই টা ও পড়েছিলাম ওই টা ও ভীষণ ভালো লেগেছিলো। দোয়া করি তুমি যেনো ভবিষ্যতে অনেক বড় একজন লেখিকা হও।🥰🥰 All the best পিচ্চি।🥰🥰