এখন মানুষ অনেক আধুনিক―পাশ্চাত্যের শেকলে আবদ্ধ তাদের মন-মানসিকতা। ইসলামী মূল্যবোধের বিকাশ ছাড়াই সেক্যুলারসমাজ শিক্ষিত হয়ে উঠছে। বস্তুবাদী এ শিক্ষায় ব্যক্তির আত্মিক জগৎ ক্রমশ অন্তঃসারশূন্য হয়ে পড়ছে। সঙ্গতকারণেই সমাজের এক ব্যাপক জনগোষ্ঠী হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে। মুসলিমদের মধ্যেও এই বিমর্ষতা ও হতাশা ভর করছে। আল্লাহর বিধি-বিধান থেকে দূরে সরে পড়ার কারণেই এ পরিণতি। এ অবস্থায় মানুষকে দ্বীনের দিকে অগ্রসর হতে হযরতের এ বাণীগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এখানে পরিবার ও সমাজের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা ও দায়িত্ববোধের কথা আলোচিত হয়েছে। পাশাপাশি ইলম ও আমলের দিক-নির্দেশনা তো রয়েছেই। আশা করা যায়, আত্মার পাথেয় গ্রন্থটি সত্যিকার অর্থেই প্রতিটি মুসলিমের আত্মার খোরাক হয়ে উঠবে, তাকে দ্বীনের পথে আরও অগ্রসর হতে সহায়তা করবে, ইনশাআল্লাহ।