ইয়াযীদ দামেস্কের প্রতিবেশী গ্রামগুলোর কোনো একটিতে চৌষট্টি হিজরীর রবিউল আউয়াল মাসের চৌদ্দ তারিখ পরলোক গমন করে। কারও মতে সেই গ্রামের নাম ছিল 'হাউয়ারীন'। অনেকের মতে মৃত্যুর সময় ইয়াযীদের বয়স ছিল আটত্রিশ বছর। হিশাম ইবনে ওয়ালিদ হতে বর্ণিত, যুহরী তার দাদার নিকট একটি পত্রে লিখেছিলেন―ইয়াযীদ ইবনে মুআবিয়া ঊনচল্লিশ বছরে ইনতিকাল করে। তার রাজত্বকাল ছিল তিন বছর ছয় মাস। আবার কেউ বলেছেন, তিন বছর আট মাস।