গোসলের জন্য লোকচক্ষুর আড়ালে কোনো একটি জায়গা বেছে নেবে। এরপর অন্তরে পানি দ্বারা পবিত্রতা অর্জনের নিয়ত করবে। মুখে বলার প্রয়োজন নেই। প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত তিন বার ধৌত করবে। এরপর লজ্জাস্থান এবং শরীরে নাপাকী লেগে থাকলে সেটা ধৌত করবে। অযু করবে। এরপর হালকাভাবে মাথায় পানি ঢালবে। তিন তিন বার করে ডান ও বাম কাঁধে পানি ঢালবে। তারপর মাথা ও পুরো শরীর ধৌত করবে। গোসল করার সময় একেবারে উলঙ্গ হবে না, বরং সতর ঢেকে গোসল করবে। নারীদের এক্ষেত্রে অধিক খেয়াল রাখা উচিত। গোসলের সময় কথাবার্তা বলবে না। গোসল শেষ হলে শরীর মুছে তৎক্ষণাৎ কাপড় পরিধান করে নেবে। গোসলের পর সময়-সুযোগ থাকলে দুই রাকাত নফল নামায পড়ে নেওয়া মুস্তাহাব।