সালটা ১৯২৮, বৃহৎ জার্মান শহরের সীমান্ত অঞ্চলে তিন যুবক সামান্য আয় দিয়ে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে অস্ত্রসহ অশ্বারোহী সৈনিক রাস্তায় উচ্চকন্ঠে ধাবমান। অস্থিরতা, দারিদ্রতা, এবং উৎপীড়ন পুরো দেশজুড়ে। শুধু বন্ধুত্ব, এই তিন যুবককে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে। তিনজনের মাঝে সবচেয়ে ছোটজন ভালোবাসলো এক মহিলাকে। মহিলাটি ছিল ঐ যুবকের চেয়ে বয়সে বড়। কঠিন এই জীবনের মাঝে আধ্ম্যাতিক ত্যাগ এই তিন বন্ধু ও মহিলাকে এক সুতোয় বেঁধেছে। সবকিছু পেয়েছে তারা, যা তারা স্বপ্নেও ভাবেনি...