হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। মানুষের মন ভাল না থাকলে শরীরও ভাল থাকে না। আর মন ভাল থাকার জন্য হাসি ও হাসির উপাদান খুবই কার্যকরী একটা ওষুধ। মানুষ সুখে থাকুক। হাসিরাও বেঁচে থাকুক। তবে তা অবশ্যই সীমার ভেতরে থেকে । হাসির তুফান স্বতন্ত্র কোন বই নয়। এটি মূলত ২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইসলামী ম্যাগাজিনে আমার কিছু রম্য লেখার সামষ্টিক রূপ । লেখাগুলো হাসির হলেও এর মাধ্যমে সামাজিক, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে। আছে ব্যক্তিজীবনের কিছু হাস্যকর অভিজ্ঞতাও। বাদ যায়নি রম্যগল্প এবং রম্য আইডিয়াও।