রাজকুমারী চন্দ্রমুখী। সোমনাথরাজার পরমাসুন্দরী যুবতি কন্যা। কিন্তু একদিন সন্ন্যাসিনী শোভাদেবী বলে বসলেন, চন্দ্রমুখী! তুমি রাজকুমারী নও; তুমি একটা রহস্যের আবর্তে ঘুরপাক খাচ্ছ! দিনকতক পর মহাগুরু ধর্মপালও বললেন, হাঁ চন্দ্রমুখী! তুমি রাজকুমারী নও; মহারাজা-মহারানি তোমার পিতামাতা নন। তোমাকে ঘিরে একটা রহস্য ঘুরপাক খাচ্ছে! এদিকে সুদূর গজনি থেকে মাত্র ত্রিশ হাজার যোদ্ধা নিয়ে সাড়ে তিনশো মাইলেরও বেশি রুক্ষ মরুপথ পাড়ি দিয়ে সোমনাথ এসে ছাউনি ফেললেন সুলতান মাহমূদ গজনবি। দূতমারফত সোমনাথরাজাকে বার্তা পাঠালেন, চন্দ্রমুখীকে আমার হাতে তুলে দিন; আমি বিনাযুদ্ধে ফিরে যাব; আমি আপনার রাজ্য দখল করতে আসিনি। তা হলে? তা হলে কে এই রাজকুমারী? কী তার আসল পরিচয়? কারা তার প্রকৃত পিতামাতা? তাকে উদ্ধার করতে সুলতান মাহমূদ গজনবিকে সামরিক অভিযান চালাতে হলো কেন? সন্ন্যাসিনী শোভাদেবী ও মহাগুরু ধর্মপালের আসল পরিচয় কী? সেনাপতি হারুন কী করে চন্দ্রমুখীর জীবনজগতে তোলপাড় সৃষ্টি করল? কী হলো শেষ অবধি? এমনি নানা রহস্যঘেরা মনকাড়া একটি ঐতিহাসিক উপন্যাস রাজকুমারী
আমি আরো প্রায় ৫ বছর আগে পরে ছিলাম, আমার জীবনের প্রথম উপন্যাস এইটা। মনের আবেগ দিয়ে পরেছি ওই সময়।বুঝতেই পারছেন। অনেক দিন ধরে খুঁজেছি,নিজের কিছুটা অনিশ্চয়তা নিয়ে এবার অনলাইনে থেকে নিলাম। অবাক হলাম যখন দেখলাম এটাই সেই উপন্যাস যেটা অনেক দিন ধরে খুঁজেছি🙂❤️
Read all reviews on the Boitoi app