আমি একজোড়া চোখ দেখি৷ কপাল, নাক, ঠোঁট কিছুই না শুধু দুটো চোখ৷ মনে হয় ঠিক আমার চোখের উপরই স্থির হয়ে আছে৷ প্রথমে চোখ দুটো স্বাভাবিক থাকে৷ কিন্তু কিছুক্ষণ পরেই চোখ দুটো লাল হতে শুরু করে৷ চোখের স্ক্লেরা (চোখের সাদা অংশ) ফেটে রক্ত বের হতে থাকে৷ একটু পরেই চোখদুটো রক্তে পরিপূর্ণ হয়ে যায়, বোঝায় যায় না যে একটু আগেই একজোড়া সুন্দর চোখ ছিল ৷ মনে হয় রক্তে পরিপূর্ণ দুটো গর্ত৷ যখন মনে হয় ঐ গর্ত থেকে রক্ত বাইরে উপচে পড়বে ঠিক তখনই ঘুমটা ভেঙে যায়৷ আমি প্রতিদিন এই একই স্বপ্ন দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি।
টানটান উত্তেজনায় এক বসায় পড়ে ফেলার মতো একটি বই। একটা সময় মনে হচ্ছিল খুব সহজ সবকিছু। বেশ সহজেই যেন অপরাধীকে ধরা হয়ে যাচ্ছে। কিন্তু না, শেষদিকে অপেক্ষা করছিল অন্যকিছু! লেখকের লেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থ্রিলারের পাশাপাশি একটা সামাজিক মেসেজও থাকে। এখানেও তার ব্যতিক্রম ছিল না। শেষটা আসলেই অনেক সুন্দর।
Read all reviews on the Boitoi app
চমৎকার