নিজেকে কখন, কোথায়, কীভাবে, কতটুকু ভাঙতে হয়—তারই বিশদ বর্ণনা দিয়েছেন সাহিত্যিক আলেম মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। শুধু সাহিত্য নয়, জীবন ও সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেকে কতটুকু ভাঙার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, তার মানচিত্রও এঁকে দিয়েছেন তিনি। সহজ সাবলীল ভাষায়, তরুণদের সঙ্গে গল্পচ্ছলে বলে গেছেন অনেক কথা। 'কবি না কবিতা হবাে' বইটি সেই আলাপচারিতার লেখ্য রূপ। গল্পটি আপনার চলার পথে আলাে ফেলবে। চোখ নয়, মনটাও আলােকিত হয়ে উঠবে। পড়তে পারেন নিঃসংকোচে।
আমার পড়া সুন্দর একটি বই। এটি মাদ্রাসা পড়ুয়াদের জন্য বিশেষ উপকারী।লেখকের লেখার প্রতি আমার একটু দূর্বলতা রয়েছে। উনার লেখা প্রথম বই পড়েছিলাম ‘বড় যদি হতে চাও’ বইটি। বেশ চমৎকারভাবে লিখেন।
Read all reviews on the Boitoi app
সমৃদ্ধ হলাম,মুগ্ধতায় বুক জুড়িয়ে গেলো।