মোহনপুর স্কুলের অষ্টম শ্রেণির শেষ বেঞ্চের দুষ্টু, দুরন্ত ও ডানপিটে ছেলে জহিরকে নিয়ে মূলত এই গল্প। ক্লাসের ভেতর ও বাইরে নানা রোমাঞ্চকর ঘটনায় জড়িয়ে যায় সে। তার ওপর বাংলার বদরাগী শিক্ষক উমর আলী স্যারের নজরটা যেন একটু বেশিই থাকে। শাস্তিটাও তাই তার ভাগ্যে জোটে বেশি। জহির উমর আলী স্যারের ওপর অভিমান করে তাঁর সাইকেলের হাওয়া ছেড়ে দিতে শুরু করে। এই কাজে তাকে সাহায্য করে বিপু। বিপু ছাড়াও ক্লাসে জহিরের অন্যান্য বন্ধুরা হলো মোটু মিল্লাত, লিলিপুট জিকু, সুমন, সফি,রাজু,রাহা ও জেমি। চারু ও কারুকলার শিক্ষক ফখরুল স্যারকে জহিররা ডাকে কবি স্যার বলে। কবি স্যারের শাস্তি প্রদানের ব্যাপারটাও অভিনব ও মজার। স্কুলে গণিতের নতুন একজন শিক্ষক এসেছেন। তিনি হলেন হোসেন স্যার। এই স্যারও জহিরদের প্রিয় হয়ে উঠেছেন ইতোমধ্যে। তবে তাদের সবচেয়ে প্রিয় শিক্ষক হলেন ইংরেজির পারুল ম্যাডাম। জহিরকে তিনি ডাকেন দুষ্টুর সর্দার বলে। তাঁরই সংস্পর্শে শেষ বেঞ্চের দুষ্টুর শিরোমণি ছেলেটি একসময় পড়াশুনাতেও সেরা হয়ে ওঠে। তার এমন পরিবর্তনে স্বয়ং উমর আলী স্যারও অবাক হয়ে যান ভেতরে ভেতরে।
Read all reviews on the Boitoi app