প্রথমত,তাজউদ্দীন আহমদ সম্পর্কে খুব বেশি বই নেই। দ্বিতীয়ত তাজউদ্দীন আহমদ সম্পর্কে যে কয়টি বই আছে সেগুলো খুঁজতে কিছু বেগ পেতে হয়। তাজউদ্দীন আহমদের মেয়ের লিখা নেতা ও পিতা বইটি একটি মৌলিক রচনা। বাবার সাথে কাটানো বিভিন্ন অভিজ্ঞতার সাথে বাবার সহকর্মীদের কাছ থেকে বাবা সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা বইটি। একজন নেতার দর্শন জানতে উনার পরিবার সম্পর্কে জানা অনেক প্রয়োজন।এমনও হতে পারে বাইরের মানুষের কাছে নেতা একরকম আর পরিবারের মানুষের কাছে আরেকরকম।তাই একজন নেতার পারিবারিক জীবন জানতে হলে সেই পরিবারের কারো ব্যক্তিগত ডায়েরি বা কারো লেখা কোনো বই অনেক সহায়ক। তাজউদ্দীন আহমদের মেয়ের লিখা এই বইটিতে তেমন উঠেছে তাজউদ্দীন আহমদের পারিবারিক জীবনের কাহিনী।তবে তা ইতিবাচক কাহিনী।