আলহামদু লিল্লাহ বান্দার অনূদিত ‘তাওহীদের চার শত্রু - পরিচিতি | বৃত্তান্ত | মূলোৎপাটন’ বইটি হয়তো অচিরেই পাঠক-পাঠিকাদের কাছে যাবে ইনশা আল্লাহ। এই মুহূর্তে কিছু কথা বলা দরকার মনে হচ্ছে। উপমহাদেশের বাংলাভাষী মুসলিমদের কাছে মুফাক্কিরে ইসলাম মাওলানা সাইয়িদ আবুল হাসান আলী নদবি রহ.কে আমার আর নতুন করে পরিচিত করানোর দরকার নেই। এই মহামনিষীর অসংখ্য ছোট-বড় রচনা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। বাংলাভাষী মুসলিমরা এগুলো থেকে প্রভূত উপকার লাভ করেছেন। তার একটি রচনা অনুবাদ করা আমার জন্য নিঃসন্দেহে অনেক গর্ব ও বরকতের একটি বিষয়। এই বইতে দ্বীনে খালেস তথা তাওহীদ, তাওহীদের চার শত্রু তথা শিরক, কুফর, বিদআত ও গাফলত এর পরিচিতি, বৃত্তান্ত ও মূলোৎপাটন এবং আল্লাহওয়ালা আলিমদের করণীয় ও অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠক! বইটি হাতে নিয়ে একটু পড়ুন! অনুবাদকের কলমে মুফাক্কিরে ইসলামের হৃদয়ের তড়প অনুভব করুন! ইনশা আল্লাহ শিরক, কুফর, বিদআত ও গাফলত থেকে বেঁচে থাকার উপায় এবং জীবনপথের দিকনির্দেশনা পেয়ে যাবেন। সর্বশেষ বলতে চাই- বান্দা বইটিকে সর্বাত্মক ভুল মুক্ত রাখার চেষ্টা করেছি। তবে আমার অযোগ্যতা ও কমইলমির বিষয়টি আমি ভালো করেই জানি। তাই এই বইতে ভালো যা কিছু আছে, সব আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোন ভুল দৃষ্টিগোচর হয় তাহলে তা শয়তানের পক্ষ থেকে ও আমার ভুল। আমি আল্লাহর কাছে নিঃশর্তে ক্ষমা চাই। আল্লাহ বইটিকে কবুল করে নিন!