মুহাম্মাদ বিন কাসিম ইসলামের ইতিহাসের এক গৌরবােজ্জ্বল যুগের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। জালিমের বিরুদ্ধে মজলুমের আর্তনাদ দূরীকরণে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানবতার মুক্তির তরে তিনি যেমন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, তেমনি এক দরদি প্রাণপুরুষ। একটি দেশ ও জাতিকে কিভাবে পাল্টে দিয়ে জনগণের ভাগ্যাকাশে শুক তারার আবির্ভাব ঘটানাে যায়, তার এক বাস্তব প্রেরণাদাতা মুহাম্মাদ বিন কাসিম। স্বৈরশাসনের কবল থেকে আবালবৃদ্ধবনিতার মুক্তির তরে তিনি যেভাবে ধূমকেতুর মতাে আবির্ভূত হয়ে দেশ জয় করেছেন, তা ইতিহাসের পাতায় সােনার হরফে জ্বলজ্বল করবে আজীবন। তিনি রক্তপিপাসু স্বৈরশাসনের শিকার হয়ে অকালে ঝরে না গেলে হয়তাে আজ উপমহাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতাে। ঔপন্যাসিক নসীম হিজাযী সেই সতেরাে বছর বয়সী সেনানায়কের জীবন্ত কাহিনীই কলমের তুলিতে চিত্রায়িত করেছেন যত্নসহকারে। ‘মুহাম্মাদ বিন কাসিম’ তাঁর জীবনেরই এক জীবন্ত চিত্র।