ধণাঢ্য ব্যবসায়ীর স্ত্রী লাবণ্যর হেল্পিং হ্যাণ্ড হিসেবে কাজ করতে এসে ডিগ্রি পাশ তানিয়া জড়িয়ে পড়ে নিয়তির এক নিষ্ঠুর খেলায়। লাবণ্য, লাবণ্যের ছয় বছরের ছেলে ইমন, লাবণ্যদের বাড়ির পরিবেশ- সবকিছুই তার কাছে বড্ড বেশি অস্বস্তিকর বলে মনে হতে থাকে। তবু ইমনের গৃহশিক্ষক শামীম স্যার তাকে কোনো একটা বিষয়ে সতর্ক থাকার ইঙ্গিত করলেও তানিয়া ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। ধীরে ধীরে সকল বিষয় তার কাছে স্পষ্ট হওয়া শুরু করে। কিন্তু ততোক্ষণে ব্যবসায়ী রাকিব চৌধুরীর প্রতি দুর্বল হয়ে পড়ে সে। গৃহকর্ত্রী লাবণ্য হয়ে পড়ে তানিয়ার প্রতিপক্ষ। এক সময় গৃহকর্মী আর গৃহকর্ত্রীর সংঘাত শেষ হয়। জয়ী হয় একজন। তখন শুরু হয় আরেক খেলা।
Good
Read all reviews on the Boitoi app
Porer porbo kobe ashbe, erokom osbomapto keno