গভীওে অনুসন্ধান গবেষক- লেখক সুব্রত কুমার দাসের অনুধ্যান । সাহিত্যেও বহু গলিতেই তাঁর পরিভ্রমণ যার বহিঃপ্রকাশ বর্তমান গ্রন্থ। ইতিহাস গ্রন্থ থেকে ধ্রুপদী সাহিত্য, স্বদেশ পেরিয়ে বিদেশি সৃজন , কথাসাহিত্য থেকে প্রবন্ধ সব কিছুতেই শ্রেয় সন্ধানী লেখক তিনি। ধ্রুপদী সাহিত্যের মূল্যায়নেই এক সময় তাঁর টেবিলে উঠে আসে মহাভারত । তাঁর পাঠ সাধারণের সীমা ছাড়িয়ে নতুন মাত্রা গ্রহণ করতে থাকে । একই সাথে ধর্ম ও পুরাণ , ইতিহাস ও সাহিত্যগ্রন্থ হিসেবে নন্দিত মহাভরতের মত মহাগ্রন্থ নতুন কওে পড়তে গিয়ে সেটি নিয়ে লেখকের বিশ্বয়সমূহ উপস্থাপিত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবন্ধ- নিবন্ধে যার চূড়ান্ত রূপ বর্তমান গ্রন্থ।